Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৩ মাঘ ১৪২৮
discover

কাওয়ালি গেয়েই টিএসসি ছাড়ল ‘সিলসিলা’

সিলসিলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি গানের আসরে হামলার ঘটনায় প্রতিবাদ করে কাওয়ালি গেয়েছে আয়োজক সংগঠন ‘সিলসিলা’। গতকাল বুধবার কাওয়ালি আসরে হামলা হয়।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) একই স্থানে সন্ধ্যা ৬টায় এই আসর শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা চলার পর সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি টানেন আয়োজকরা।

আসরে ‘কুন ফায়া কুন’, ‘মাস্ত কালান্দার’, ‘কুজা মান কুজা’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গানের ‘ম্যাশআপ’ পরিবেশন করেন সিলসিলার প্রতিষ্ঠাতা লুৎফর রহমান।

কাওয়ালি গানের আসরে আসা লুৎফর রহমান আজও হামলার আশঙ্কার কথা জানিয়ে বলেন, ‘প্রক্টর স্যার মিষ্টি মিষ্টি কথা বলে সব এড়িয়ে যান। আমাদের ওপর হামলার ব্যাপারটিও এড়িয়ে যাবেন। তাই তাদের অস্ত্রের বিপরীতে আমরা গানের সুরে সুরে প্রতিবাদ করে যাব।’

এফএ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS