• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছালো

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২২, ২১:৫১
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: ফাইল ছবি

সারা দেশে স্কুলে বই বিতরণ ও ক্লাস শুরুসহ বিভিন্ন জটিলতায় চলতি মাসে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে না। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে ফেব্রুয়ারিতে নিয়োগ পরীক্ষা হতে পারে।

এর আগে গত ডিসেম্বরে শিক্ষক পরীক্ষা হওয়ার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার কারণে পিছিয়ে জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এ মাসে বই বিতরণ, ক্লাস শুরু করাসহ নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না।

জানা গেছে, এবার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ পরীক্ষার বিষয়ে টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে এ পরীক্ষা। তবে, পরিস্থিতি খারাপ হলে ফেব্রুয়ারি মাসেও পরীক্ষা হবে না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, জানুয়ারির প্রথম সপ্তাহ শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিস্তু বই বিতরণ ও ক্লাস শুরুসহ বিভিন্ন কারণে হয়নি। এখন এটি নিয়ে সভা করেছে মন্ত্রণালয়। সেখানে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত হয়েছে। তবে, পুরো বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

উল্লেখ, এবার প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫৭৭ শিক্ষক নিয়োগের বিপরীতে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন আবেদন করেছেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে ডিজিকন, নেবে ১০০ জন
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চেয়েছেন রাষ্ট্রপতি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
X
Fresh