• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাবির ‘ক’ ইউনিটের পর বুয়েটেও সেরা সিয়াম

আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২১, ১৬:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে প্রথম স্থান অর্জন করা মেফতাউল আলম সিয়াম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন।
শুক্রবার (২৬ নভেম্বর) বুয়েটের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ugadmission.buet.ac.bd এই ফল প্রকাশিত হয়েছে।
২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সিয়াম। তার রোল নম্বর ৫০৬১৫। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ছিলেন মেফতাউল আলম সিয়াম।
এর আগে সিয়াম তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার তৃতীয় স্থান অধিকার করেন।
এ ছাড়া চলতি বছরের মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন সিয়াম।
তথ্যমতে, এ বছর বুয়েট ভর্তি পরীক্ষায় প্রিলিমিনারিতে অংশ নেন ২৪ হাজার শিক্ষার্থী। সেখান থেকে বাছাইকৃত ছয় হাজার শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে আর্কিটেকচার বিভাগসহ ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী সুযোগ পাবেন বুয়েটে পড়ার।

এফএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় শান্ত, ইমরানুর ও রাকিব
দেশসেরার তালিকায় ৪৩তম গণ বিশ্ববিদ্যালয়
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে অব্যাহতি
X
Fresh