• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১৯ মাস পর খুলেছে রাবি হল

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২১, ১৪:০৬
১৯ মাস পরে খুলেছে রাবি হল
রাজশাহী বিশ্ববিদ্যালয়

করোনা পরিস্থিতির কারণে প্রায় ১৯ মাস বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আজ রোববার (১৭ অক্টোবর) থেকে শর্তসাপেক্ষে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে কোনো গণরুম খোলা থাকবে না।

রোববার সকাল থেকে নিজ নিজ হলে উঠতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এদিকে দীর্ঘ ১৯ মাস পর হলে উঠতে পেরে শিক্ষার্থীদের উচ্ছ্বসিত দেখা গেছে। অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকাসাপেক্ষে শিক্ষার্থীদের হলে তোলা হচ্ছে। তবে যেসব শিক্ষার্থীরা এখনও করোনা টিকার আওতার মধ্যে আসতে পারেননি, তাদের আজ থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে টিকা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আজ সকাল থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। এ সময় তাদের ফুল ও মাস্ক দিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন করে হল প্রশাসন।

এমআই /টিআই

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটায় ১ কোরাল বিক্রি হলো ৩৩ হাজারে
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
X
Fresh