• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাবির ২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার

আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৩
ঢাবির ২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার
ফাইল ছবি

ডিজিটাল পদ্ধতিতে জালিয়াতি ও ও অবৈধ পন্থা অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছিলো।

সোমবার (২৭ সেপ্টেম্বর) শৃঙ্খলা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

তারা হলেন- অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. রাকিব হাসান এবং একই বর্ষের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ইশরাক হোসেন রাফি। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এছাড়া সভায়, আইন-শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র মো. আকতারুল করিম রুবেলকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এমআই

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
X
Fresh