• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পবিপ্রবির হল খুলবে ৩০ সেপ্টেম্বর

পবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:২৪
পবিপ্রবির হল খুলবে ৩০ সেপ্টেম্বর
ফাইল ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সকল হল খুলে দেয়া হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

বুধবার (২২ সেপ্টেম্বর) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত এক জরুরি সভায় হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ৩০ সেপ্টেম্বর সকল হল খুলে দেওয়া হলেও শিক্ষার্থীদের আগমন ঘটবে ধাপে ধাপে।

বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শুধুমাত্র ৭ম সেমিস্টারের এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ৩০ সেপ্টেম্বর হলে উঠতে পারবে। পরবর্তীতে
১৭ই অক্টোবর ৩য় এবং ৫ম সেমিস্টারের শিক্ষার্থীরা এবং সর্বশেষ পহেলা নভেম্বর ১ম সেমিস্টারের শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে।

শিক্ষার্থীদের হলে প্রবেশের ক্ষেত্রে স্নাতকোত্তর, ৭ম, ৫ম,৩য় সেমিস্টারের শিক্ষার্থীদের কমপক্ষে ১ম ডোজ টিকাগ্রহণ করতে হবে এবং ১ম সেমিস্টারের শিক্ষার্থীরা ১ম, ২য় উভয় ডোজ টিকাগ্রহণ করতে হবে।

সভায় আরও বলা হয়, আগামী ২৫শে সেপ্টেম্বরের মধ্যে হলগুলোকে বসবাসের উপযোগী করা হবে এবং দেহের তাপমাত্রা পরিমাপ করে টিকাগ্রহণের সার্টিফিকেট প্রদর্শন করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেয়া হবে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে, বেড়েছে মাদরাসায়
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
রাবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু
X
Fresh