• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হল খোলার তারিখ জানালো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪১
হল খোলার তারিখ জানালো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

করোনা সংক্রমনের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবাসিক হল খোলার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আবাসিক হল খোলার সিদ্ধান্ত নেয় বাকৃবি।ওইদিন শুধু স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হলে উঠবেন ৩ অক্টোবর থেকে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)ডিন কাউন্সিলের আহ্বায়ক ড. এ. কে ফজলুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিন কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফজলুল হক ভূঁইয়া আরও জানান, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্নাতক চতুর্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। শিক্ষার্থীদের হলে থেকেই পরীক্ষায় অংশ নিতে হবে। এ কারণে ২৪ সেপ্টেম্বর চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। তবে প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে ৩ অক্টোবর। তাদের সেমিস্টার ফাইনাল শুরু হবে ১৭ অক্টোবর। যেসব বর্ষের ব্যবহারিক ক্লাস এবং ক্লাস টেস্ট এখনও শেষ হয়নি তাদের ক্লাস এবং ক্লাস টেস্ট শেষ করা হবে ৪ থেকে ১০ অক্টোবরের মধ্যে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, ডিন কাউন্সিলের হল খুলে দেওয়ার প্রস্তাবটি একাডেমিক কাউন্সিলে পাস করা হয়েছে। হল খোলার বিষয়টি বুধবার সিন্ডিকেটের সভায় পাস করা হবে।

এমএন

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ দেবে ওয়ালটন, স্নাতক পাসেই আবেদন
স্নাতক প্রথমবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ
নিয়োগ দেবে মিনিস্টার, থাকতে হবে স্নাতক পাস
চাকরি দেবে বিকাশ, থাকতে হবে স্নাতক পাস
X
Fresh