• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষার্থীদের স্বার্থে সরকারের ১০ নির্দেশনা

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬
10 instructions of the government in the interest of the students
ফাইল ছবি

৫৪৩ দিন পর অর্থাৎ প্রায় দীর্ঘ দেড় বছর পর শ্রেণিকক্ষের দ্বার খুলেছে আজ রোববার (১২ সেপ্টেম্বর)। করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ থেকে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থে তাদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ১০টি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।

সেগুলো হলো-

১) চেকলিস্টের মাধ্যমে দৈনিক তদারকি করা হবে প্রতিষ্ঠান। এ-সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে হবে ঢাকায়।
২) শিক্ষার্থীদের দৈনিক সচেতন করা হবে। বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ।
৩) হাত ধোয়ার ব্যবস্থা।
৪) দৈনিক প্রত্যেকের শরীরের তাপমাত্রা যাচাই- এ জন্য গেইটে ৩০ মিনিট সময় বরাদ্দ।
৫) প্রয়োজনে আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা।
৬) লক্ষণ থাকলে শিক্ষার্থীকে অনুপস্থিত হিসেবে বিবেচনা না করা।
৭) স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে বসানো।
৮) স্কুলে কোনো সমাবেশ না করা, তবে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে যার যার আসনে রেখে হালকা শারীরিক কসরত।
৯ ) পরিবেশ পরিচ্ছন্ন রাখা।
১০) হোস্টেলে বিশেষ নির্দেশনা অনুসরণ।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
নর্থ সাউথের শিক্ষার্থীর মৃত্যু, ধারণা হিটস্ট্রোক
দুই শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল চুয়েট
X
Fresh