• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ব্যাংকে

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ২০:২৭
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ব্যাংকে

সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পাবেন। ইতোমধ্যে সরকারি অংশের ৮টি চেক ছাড় করা হয়েছে।

মঙ্গলবার (০৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়। ৮টি চেকের মাধ্যমে এ অর্থ পাঠানো হয়েছে নির্ধারিত ব্যাংকে। আগামী ১২ আগস্ট পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের সরকারি অংশের চেকগুলো ছাড় করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার (০২ আগস্ট) মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড় দেয়া হয়। নির্দেশ অনুযায়ী ৮ আগস্টের অর্থ উত্তোলন করতে হবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশে সংকট বাড়বে জনতা ব্যাংকের
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
X
Fresh