• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মধ্যরাতে ক্লাস নিলেন উপাচার্য কলিমউল্লাহ

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ১৬:৪৪
বিদায়ী উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ মধ্যরাতে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ক্লাস নিয়েছেন। বুধবার (০৯ জুন) দিনগত রাত ৩টা ২৫ মিনিটে ক্লাস শুরু করে ৩টা ৫০ মিনিটে ক্লাস শেষ করেন।

বিভাগ সূত্রে জানা যায়, করোনাভাইরাসের কারণে এতোদিন অনলাইনে ক্লাস না নিতে পারলেও উপাচার্য হিসেবে বিদায় নেওয়ার শেষমুহূর্তে ৬ জুন থেকে ৯ জুন পর্যন্ত মাত্র চারটি ক্লাস নেন তিনি। এতে ক্লাসে ৬০ জনের মধ্যে ২৮ জন শিক্ষার্থী অংশ নেন। তবে শেষ পর্যন্ত মাত্র ১২ জন যুক্ত ছিলেন।

বেরোবি স্টুডেন্ট রাইটস ফোরামের সাধারণ সম্পাদক বায়েজিদ আহমেদ বলেন, অনলাইনে ক্লাস নেওয়ার জন্য শিক্ষকদের বারবার বলা হয়েছে কিন্তু ক্লাস নেয়নি। এখন উপাচার্য মেয়াদ শেষের দিকে এসে রাত সাড়ে ৩টায় ক্লাস নিয়ে আবার বেরোবিকে বিতর্কিত করলেন। আমি এর তীব্র নিন্দা জানাই।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh