• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফাইনালিস্ট হয়েও মীরাক্কেলের চূড়ান্ত পর্বে অংশ নিতে পারছে না রাশেদ

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২১ মে ২০২১, ১০:৩৬
ফাইনালিস্ট হয়েও মীরাক্কেলের চূড়ান্ত পর্বে অংশ নিতে পারছে না রাশেদ
মীরাক্কেলের ফাইনালিস্ট হওয়া রাশেদ

জনপ্রিয় রিয়েলিটি শো জি বাংলা’র মীরাক্কেলের ফাইনালিস্ট হয়েও অংশগ্রহণ করতে পারছেন না বাংলাদেশের আফনান আহমেদ রাশেদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের এই শিক্ষার্থী জানান, বিশেষ কাজে শুটিং শিডিউলের ফাঁকে দেশে আসি। তার কিছুদিন পরই সরকার ঘোষিত লকডাউনে দেশে আটকা পরে যাই।

ফ্লাইটের অগ্রিম টিকিটও কেটে রেখেছিলাম, সেটা বাতিল হয়ে যায়। জি বাংলা অনেক চেষ্টা করেছে, আমাকে ভারতে নিয়ে আসার ব্যাপারে। কিন্তু কোভিড মহামারির পরিস্থিতি অনুকূলে না থাকায় বাংলাদেশ- ভারতে সকল ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাই ভারতে গিয়ে ফাইনালে অংশ নেয়াও আমার পক্ষে কোনোভাবে সম্ভব হচ্ছে না।

তবে দিনটিতে রাশেদকে স্মরণ করবে মীরাক্কেল পরিবার, উক্ত পর্বে মীরাক্কেল তার একটি ক্ষুদে ভিডিও বার্তাও সম্প্রচার করবে বলে জানা গেছে।

আরটিভি অনলাইনকে আফনান আহমেদ রাশেদ বলেন, ফাইনালিস্ট হয়েও অংশগ্রহণ না করতে পেরে খারাপ লাগছে। কিন্তু আশা করি মীরাক্কেলের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো।
এসময় তিনি দর্শকসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাশেদ এবারের আসরের অন্যতম সেরা প্রতিযোগী হিসেবেও ছিলেন সকলের পছন্দের তালিকায়।
ইতোমধ্যে নিজের পারফরম্যান্স নৈপুণ্যের মাধ্যমে বিচারক ও দর্শকদের কাছে অন্যতম সেরা পারফরমার হিসেবে জায়গা করে নিয়েছিলেন এই তরুণ স্ট্যান্ডআপ কমেডিয়ান। এরই ধারাবাহিকতায় ফাইনালিস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন তিনি।
পি

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠিকমতো হাঁটতে পারছেন না মীরাক্কেল খ্যাত মীর !
X
Fresh