Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ৩ আষাঢ় ১৪২৮

অনলাইনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হতে পারে

অনলাইনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হতে পারে

করোনা মহামারির কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়েছেন। করোনা পরিস্থিতির মধ্যেও অনলাইনে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার রূপ রেখা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (০৬ মে) বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসির আলোচনা সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি বুধবার (০৫ মে) সিদ্ধান্ত নিয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১ জুলাই থেকে অনলাইনে সব বর্ষের চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষাগুলো নেবে। ঢাবির এমন উদ্যোগে অন্য বিশ্ববিদ্যালয়গুলো আগ্রহ প্রকাশ করতে পারে।

কমিটির প্রধান ও ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম গণমাধ্যমকে বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। করোনা কবে যাবে, তা কেউ বলতে পারে না। এ জন্য তারা অনলাইনে পরীক্ষার বিষয়ে একটি রূপরেখা বা নির্দেশনা তৈরি করেছেন। যেটি নিয়ে বৃহস্পতিবার আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে৷

এফএ

RTV Drama
RTVPLUS