• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৪৩তম বিসিএস পরীক্ষা পেছানো হচ্ছে

আরটিভি নিউজ

  ০৪ মে ২০২১, ২৩:৫৭
৪৩তম বিসিএস পরীক্ষা পেছানো হচ্ছে

আগামী ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার হওয়ার কথা থাকলেও তা পেছানো হচ্ছে বলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কমিশন বলছে, আগামী ১৫ অক্টোবর হিন্দুধর্মাবলম্বীদের বিজয়া দশমী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেজন্য এক সপ্তাহ পেছানো হচ্ছে বিসিএস ৪৩-এর প্রিলিমিনারি পরীক্ষা।

পিএসসি বলছে, পরের সপ্তাহের একটি তারিখে পরীক্ষাটি নেওয়া হবে। এজন্য কমিশন একটি সভাও করেছে। তবে সেখানে এখনো নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। এর আগে এই পরীক্ষার বিসিএস আবেদনের সময়ও ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে আরও এক দফা বাড়িয়ে মে মাসের ৩১ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ করে দেয় পিএসসি।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। তবে নিয়োগের সময় এই সংখ্যা আরও বাড়তে পারে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh