• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এসএসসি ও এইচএসসি পরীক্ষা কিভাবে হবে?

আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ২২:৩৭
এসএসসি ও এইচএসসি পরীক্ষা কিভাবে হবে?

করোনাভাইরাস সংক্রমণে গত বছর এসএসসি ও এইচএসসি’র পরীক্ষার্থীদের অটোপাস করিয়ে দিলেও এবার করোনা সংক্রমণ ও মৃত্যু গত বছরের তুলনায় বেশি হলেও শিক্ষার্থীদের পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা কিভাগে নেওয়া হবে তা নিয়ে চলছে দীর্ঘ আলোচনা। তবে এমসিকিউ পরীক্ষা অনলাইনে নেওয়া সম্ভব হলেও লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

করোনা মহামারি সহজেই দেশ থেকে বিদায় নেবে না। সেই চিন্তাভাবনা মাথায় রেখে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কিভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব তা নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে ১১ সদস্যের একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসে প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এর ভিত্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে শিক্ষার্থীরা তিন-চার মাস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।

কমিটির আহ্বায়ক আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, করোনা মহামারি সহজে নিরসন হবে না, তবে স্বাভাবিক অবস্থায় এলে কিভাবে পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে। অনলাইনে সর্বোচ্চ এমসিকিউ পরীক্ষা নেওয়া সম্ভব হলেও রচনামূলক সম্ভব নয়। সবকিছু পর্যালোচনা করে বিকল্প উপায়ে পড়ালেখা চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পরামর্শ পাঠাব।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এমতাবস্থায় এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ সব শ্রেণির ক্লাস-পরীক্ষা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বিকল্প উপায় খুঁজতে হচ্ছে।

নিয়ম অনুযায়ী এবারের এসএসসি পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারি এবং এইচএসসি এপ্রিলে শুরু হওয়ার কথা। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু যেদিন
X
Fresh