• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা পেছাতে পারে

আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২১, ১৭:১৩
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা পেছাতে পারে

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী ১৯ জুনে আয়োজনের প্রস্তুতি থাকলেও তা পিছিয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, দেশে করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তবে কবে নাগাদ পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে।
করোনাভাইরাসের সংক্রশন রোধে সরকারের ঘোষিথ লকডাউন ধাপে ধাপে আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে ঈদের আগে সরকারি কর্মদিবস তিনদিন রয়েছে। তাই লকডাউনের মেয়াদ আরও একধাপ বৃদ্ধির সম্ভবনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একজন সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে বলেন, করোনা মহামারি কারণে শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন শেষ করতে জুন পর্যন্ত লাগবে। এরপর প্রশ্নপত্র ছাপা ও যেসব কেন্দ্রগুলোতে পরীক্ষা নেওয়া হবে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয় রয়েছে। তাই আগামী ১৯ জুন পরীক্ষা নেওয়া সম্ভাব নাও হতে পারে।

গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পিছিয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে ১৯ জুন ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh