• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সন্ধ্যায় মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২১, ১৬:১৯
সন্ধ্যায় মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা শেষ হয় শুক্রবার (২ এপ্রিল)। পরীক্ষা শেষ হওয়ার একদিন পরই আজ রোববার (৪ এপ্রিল) ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা গেছে।

শনিবার বিকেলে (৩ এপ্রিল) মেডিকেল ভর্তি আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. একেএম আহসান হাবীব গণমাধ্যমকে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী রোববার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। এদিন সন্ধ্যার পর ফল প্রকাশ হতে পারে।

এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীসহ দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের ৫৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন যারা 
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
প্রাথমিকের তৃতীয় ধাপের ফল যেদিন প্রকাশ হতে পারে
X
Fresh