• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়লো

আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২১, ১৬:৩৪
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ২২ মে পর্যন্ত

করোনা মহামারির কারণে ফের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বেড়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের ছুটিও ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ রোববার (২৮ মার্চ) এ আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, করোনার কারণে দেশের সব প্রাথমিক ও কিন্ডারগার্টেন আগামী ২২ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের নিজ নিজ শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

এরআগে শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ঈদ উল ফিতরের পরে ২৩ মে থেকে শুরু হবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh