• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী

নোবিপ্রবি নীল দলের শুভেচ্ছা উপহার পেল সুবিধাবঞ্চিত প্রবীণরা

নোবিপ্রবি প্রতিনিধি

  ২৫ মার্চ ২০২১, ২৩:০৫
The underprivileged elders received the greeting gift of the Nobiprabi blue team, rtv
নোবিপ্রবি নীল দলের শুভেচ্ছা উপহার পেল সুবিধাবঞ্চিত প্রবীণরা

মহান স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষদর্শী সুবিধাবঞ্চিত প্রবীণদের নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শিক্ষা দর্শনে লালিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সংগঠন নীল দল।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে নোয়াখালীর মাইজদীতে অবস্থিত ‘টিসিএম হালিমা-মাহমুদা স্বপ্ন কুঞ্জ’ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অতিথিরা কুঞ্জের সুবিধাবঞ্চিত প্রবীণদের মাঝে স্বাধীনতার সুবর্ণ শুভেচ্ছা উপহার হিসেবে ফুল ও পরিধেয় বস্ত্র দিয়ে স্বাগত জানান এবং প্রবীণদের সঙ্গে মধ্যাহ্নভোজনে অংশগ্রহণ করেন। পরে টিএসএম হালিমা-মাহমুদা স্বপ্ন কুঞ্জ কর্তৃপক্ষ প্রবীণদের নিয়ে তাদের কর্মকাণ্ডের উপর ডকুমেন্টারি প্রদর্শন করেন। এসময় কয়েকজন প্রবীণ মুক্তিযুদ্ধ নিয়ে তাদের স্মৃতিচারণ করেন।

নোবিপ্রবি নীল দলের কোষাধ্যক্ষ মো. ইফতেখার পারভেজের সঞ্চালনায় আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন নীল দলের সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক। টিসিএম হালিমা-মাহমুদা স্বপ্ন কুঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক মো. এমদাদুর রশিদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
‘স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম’
নোবিপ্রবি সিএসটিই অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল
X
Fresh