• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাবিতে ভর্তির আবেদন রোববার পর্যন্ত বন্ধ, বাড়বে সময়

আরটিভি নিউজ

  ১১ মার্চ ২০২১, ১৫:৩৪
Application for admission in DU is closed till Sunday, time will increase
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল।। ফাইল ছবি

কারিগরি জটিলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইন আবেদন প্রক্রিয়া বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টা থেকে বন্ধ রয়েছে। আগামী রোববার (১৪ মার্চ) রাত ৮টায় পুনরায় ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ বেলা পৌনে ১টা থেকে আগামী রোববার রাত ৮টা পর্যন্ত ভর্তি আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে। এরপর থেকে ফের অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। কয়েকদিন বন্ধ থাকায় ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হবে। এবার আবেদন প্রক্রিয়ার শুরুর প্রথমদিনে দ্বিগুণের চেয়ে বেশি আবেদন পড়েছে। প্রথম ৪৮ ঘণ্টায় ৫ ইউনিটে মোট ১ লাখ ৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এর আগে এত পরিমাণ আবেদন কখনো পড়েনি। ফলে ওয়েবসাইটের বেশ চাপ পড়েছে। এ কারণেই মূলত এ অবস্থা তৈরি হয়েছে। গতবার ৫ ইউনিটে ২ লাখ ৭০ হাজার আবেদন পড়েছিল। এবার পাসের হার বেশি, এবার হয়তো সাড়ে ৩ লাখ হতে পারে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৩৪১ জন 
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
X
Fresh