• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে শিক্ষা মেলায় অংশ নেবে মালয়েশিয়ার ১২ বিশ্ববিদ্যালয়

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি:

  ০৬ মার্চ ২০২১, ২১:২৪
12 Malaysian universities will take part in the education fair in Bangladesh
কুয়ালালামপুরে এনএসএস সল্যুশন এসডিএন বিএইচডি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন

করোনা মহামারি কাটিয়ে আবারো স্বাভাবিক ভর্তি কার্যক্রম শুরু করেছে মালয়েশিয়ার সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য কম খরচে মালয়েশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে উচ্চ শিক্ষার দারুণ সুযোগ। ভর্তি কার্যক্রমের অংশ হিসাবে ঢাকা ও রাজশাহীতে এ মাসেই শিক্ষা মেলা করতে যাচ্ছে দেশটির ১২ টি বিশ্ববিদ্যালয়। মেলায় থাকছে আইএলটিএস ছাড়া তাৎক্ষণিক ভর্তির সুযোগ। রয়েছে স্কলারশিপও।

ঢাকা ও রাজশাহীতে ৪ দিনের শিক্ষা মেলা উপলক্ষে কুয়ালালামপুরে এনএসএস সল্যুশন এসডিএন বিএইচডি কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এসব তথ্য জানান।

করোনার প্রাদুর্ভাবে দীর্ঘ প্রায় এক বছর স্থবির ছিলো মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম। নতুন শিক্ষার্থী তো নয়-ই এমনকি পুরাতনদেরও পড়তে হয়েছে নানাবিধ সমস্যায়। দেরিতে হলেও স্থবিরতা কাটিয়ে প্রাণ ফিরতে শুরু করেছে এ কার্যক্রমে। সুযোগ মিলছে নতুন শিক্ষার্থীদের মালয়েশিয়ায় আসার।

শুক্রবার সংবাদ সম্মেলনে এশিয়া প্যাসিফিক, ইউনিভার্সিটি টেকনোলজি, ইউনিভার্সিটি তেনেগা ন্যাশনাল, ইউনিভার্সিটি টেকনিকাল মালাক্কা, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাইবারজায়াসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শিক্ষা মেলার আয়োজক প্রতিষ্ঠান এনএসএস এর হেড অব মার্কেটিং সবুজ হোসেন বলেন, দেশের খরচে মালয়েশিয়ায় মানসম্মত পড়াশোনার সুযোগ তৈরি হবে এ শিক্ষা মেলার মাধ্যমে। এছাড়া শিক্ষার্থীরা তাদের অবস্থান সম্পর্কেও একটা ধারনা পাবে।

১২ ও ১৩ ই মার্চ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ১৯, ২০ মার্চ রাজশাহী চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত হতে যাওয়া শিক্ষা মেলায় অংশ নিতে ইতোমধ্যে নিবন্ধন করেছে ৩ হাজারেরও বেশি শিক্ষার্থী। আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ মেলায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান এনএসএস সল্যুশন এসডিএন বিএইচডি কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতির কারনে যেসব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সরাসরি যেতে পারবেনা তারা ভার্চুয়ালি মেলায় অংশ নেবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh