• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের ভ্যাকসিন নেয়ার নির্দেশ

আরটিভি নিউজ

  ০৩ মার্চ ২০২১, ২১:৪৮
ফাইল ছবি

অতীব জরুরি ভিত্তিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি‘র (ডিআইইউ) সকল বিভাগের শিক্ষার্থীদের ভ্যাকসিন নেবার নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টায় এক জরুরি নোটিশের মাধ্যমে কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ ঘোষণা দেয়া হয়।

নোটিশে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। করোনাভাইরাসের কবল থেকে সুরক্ষা পেতে ডিআইইউয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্তৃপক্ষের নির্দেশক্রমে নোটিশের মাধ্যমে ভ্যাকসিন নেবার কথা জানান রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশাসন বরাবর এ গুরুত্বপূর্ণ নির্দেশনাটি এসেছে। এ নোটিশে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে আগামী ৫ মার্চের মধ্যেই ই-মেইলের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। টাইমস নিউ রোমান (Times New Roman) ফন্ট ব্যবহার করে এক্সেল ফরম্যাটে (.XLSX) প্রদান করতে হবে। কোনোভাবেই এমএস ওয়ার্ড অথবা পিডিএফ ফাইল গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়েছে।

ভ্যাকসিন প্রদানের নিমিত্তে দেয়া এ নির্দেশনা নোটিশ প্রসঙ্গে রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতেই এ মহান সিদ্ধান্তটি নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
কোকা-কোলায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা 
X
Fresh