• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাতদিনের মধ্যে পরীক্ষার সিদ্ধান্ত নেবে রাবি প্রশাসন

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৮
The RBI administration will decide on the test within seven days
সাতদিনের মধ্যে পরীক্ষার সিদ্ধান্ত নেবে রাবি প্রশাসন

আগামী সাতদিনের মধ্যে জরুরি সভা ডেকে স্থগিত হওয়া পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। আজ রোববার পরীক্ষা চালুর দাবিতে শিক্ষার্থীরা প্যারিস রোডে অবস্থান করলে তাদের এসব বলে আশ্বস্ত করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

উপাচার্য বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা না পেলেও আমরা জরুরি একাডেমিক কাউন্সিলের সভা ডেকে পরীক্ষা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবো। আশা করি এ সপ্তাহের মধ্যেই ভালো সমাধান আসবে।’

এর আগে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের আশ্বাসে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। তবে আগামী সাতদিনের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না পেলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় তারা।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের সভায় সকল বর্ষের ২০১৯ সালে আটকে থাকা পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ২২ ফেব্রুয়ারি অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি পাঠদান ও পরীক্ষা স্থগিত ঘোষণা করলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করে রাবি প্রশাসন।
পি

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৩৪১ জন 
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
X
Fresh