জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ
জাবিতে হল ছাড়ছে না শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ হলে অবস্থান করার ঘোষণা দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীরা হল ত্যাগ না করা পর্যন্ত প্রভোস্টরা শিক্ষার্থীদের হল ত্যাগ করানোর চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
আন্দোলনকারীদের এমন ঘোষণার পরেই বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সব প্রভোস্ট হলে চলে গেছে। তারা শিক্ষার্থীদের বোঝাবেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা হল না ছাড়বে, ততক্ষণ তারা হলে অবস্থান করবেন।
এসএস