• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নির্ধারিত সময়ে ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত

আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১২
নির্ধারিত সময়ে ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত

পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা নির্ধারিত সময়ে আয়োজন করবে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি)। তবে ৪৩তম বিসিএস পরীক্ষা পেছানো হতে পারে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পিএসসি চেয়ারম্যান বলেন, ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষার সময় অনেক আগেই নির্ধারণ হয়েছে। এসব পরীক্ষার আবেদন কার্যক্রম গত বছর শেষ হয়েছে। শিগগিরই পিএসসির ঘোষণা অনুযায়ী পরীক্ষা আয়োজন করবে। তাই প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর কোনো প্রয়োজন নেই। যথারীতি এই পরীক্ষা চলবে। ৪২তম বিসিএস হচ্ছে- বিশেষ বিসিএস (চিকিৎসক নিয়োগ), এই পরীক্ষাটা এ বছরের। আমরা ২ মাস পিছিয়েছি।

শিক্ষামন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মো. সোহরাব হোসাইন বলেন, শিক্ষামন্ত্রী ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ে হয়তো বলেছেন। অন্য পরীক্ষাগুলো তো আগের বছরের। তাই পেছানোর প্রয়োজন নেই। বিষয়টি প্রার্থীদের জানা প্রয়োজন তা না হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, ৪৩তম বিসিএসের আবেদন কার্যক্রম বাড়ানো যেতে পারে। আমরা চাই সকল যোগ্য প্রার্থীরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করুক, সে কারণে দ্বিতীয় দফায় ৪৩তম বিসিএসে আবেদনের সময় কার্যক্রম বাড়ানো হয়েছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
৪০০ সিসির পালসার বাজারে আসার আগেই ফাঁস হলো দাম
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সাফল্যের ৪০ বছর উদযাপিত
গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৩৪১ জন 
X
Fresh