• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন হচ্ছে

আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৭
প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন হচ্ছে

করোনা মহামারি নিয়ন্ত্রণে এলে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চালু হবে। ক্লাস চালু হওয়ার আগেই সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোকে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংসদীয় কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যালয়গুলোকে দৃষ্টিনন্দন করাসহ অন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাব বা আবেদন প্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
কমিটি সূত্র জানায়, আগের বৈঠকে সংসদীয় কমিটির সদস্যরা তাদের নির্বাচনি এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন ও সেখানে সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশ করে। এর জবাবে মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, শিরীন আখতার, বেগম ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানে গুণগত পরিবর্তন আনতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সুপারিশ করা হয়েছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, ব্যাহত হচ্ছে ফসল ঘরে তোলার কাজ 
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
দিনাজপুরে ‘বাঁশের চালে’ রান্না হচ্ছে ভাত-পায়েস
X
Fresh