• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এইচএসসির ফল প্রকাশে সকল বাধা শেষ

আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২১, ১৭:২৯
obstacles, publishing, HSC, results, over
এইচএসসির ফল প্রকাশে সকল বাধা শেষ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে গেজেট জারি করা হয়েছে। গেজেট জারির মাধ্যমে সকল বাধা দূর হয়েছে। এখন যে কোনও দিন পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। পরীক্ষার ফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা শিক্ষা বোর্ডগুলোকে দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পরামর্শক কমিটির সুপারিশ মোতাবেক নয়টি সাধারণ বোর্ডের সঙ্গে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডকে এই ক্ষমতা দেয় সরকার। গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে তিনটি গেজেট জারি করা হয়।

এতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক অতিমারি কোভিড-১৯ ভাইরাসজনিত কারণে ২০২০ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হওয়ায় এ সংক্রান্ত আইনগুলো সংশোধন করা হয়েছে।

ওইসব সংশোধিত আইনের ক্ষমতাবলে এ সংক্রান্ত গঠিত পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে বোর্ডগুলোকে এই ক্ষমতা দেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ফলাফল প্রস্তুত আছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
ভৈরবে বোরো ধানের বাম্পার ফলন, শঙ্কায় কৃষক
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
X
Fresh