• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

আরটিভি নিউজ

  ৩০ ডিসেম্বর ২০২০, ১৫:৩৪
Image of International Standard University discussion meetings and cultural events
বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের চিত্র

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ৬৯ মহাখালী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (ISU) এর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও অতিরিক্ত পরিচালক মো. লুৎফর রহমান।

আলোচনায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, ভূখণ্ড, সংবিধান ও মানচিত্র। সেই সাথে বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানানো হয়। যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা, সেই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জিএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh