• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২০, ১৫:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আগামী বছর থেকে না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ডিনরা এ সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আরটিভি নিউজকে বলেন, আগামীতে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেওয়ার পক্ষে সভায় উপস্থিত ডিনরা সম্মতি দিয়েছেন। ফলে যারা যে বিভাগ থেকে পড়াশোনা করেছে, তারা সেই বিভাগে পরীক্ষা দেবে। পরীক্ষার ফলের ভিত্তিতে কেউ যদি বিভাগ পরিবর্তন করতে চায় সেটা তারা করতে পারবে। ডিনস কমিটির এ সিদ্ধান্ত এরপর একাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পি

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
সুইমিং পুলে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
ভারতের হাইব্রিড পিচে খেলা হচ্ছে না মোস্তাফিজের
নতুন আর কোনো ব্যাংককে আপাতত একীভূত করা হচ্ছে না
X
Fresh