• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আজও অবরুদ্ধ নর্থ সাউথের উপাচার্য: নিরাপত্তাকর্মীর আঘাতে ছাত্রী আহত

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২০, ১৯:৫৭
North South University, Movement
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ।। ছবি: সংগৃহীত

বিশ শতাংশ টিউশন ফিসহ বাড়তি ফি মওকুফ করার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সব কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে রেখেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে আজ সোমবার (১৯ অক্টোবর) দিনভর শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করলেও বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের গেট অবরুদ্ধ করতে যান শিক্ষার্থীরা এসময় নিরাপত্তাকর্মীর আঘাতে এক ছাত্রী আহত হন, এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন বর্তমানে তারা সবগুলো গেট অবরুদ্ধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে

আন্দোলনকারীরা জানান, আমরা যৌক্তিক দাবি আদায়ে আজ দ্বিতীয় দিন আন্দোলন চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত কেউ দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়নি আমাদের দাবিগুলো বাস্তবায়নে ভিসি স্যারের পক্ষ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সময় চাওয়া হলেও তিনি আমাদের মাঝে এসে সে ঘোষণা দেননি বিভিন্ন মাধ্যমে মোবাইলে এসএমএস করে তা বলা হচ্ছে তা আমরা মেনে নেব না

তারা বলেন, দিনভর শান্তিপূর্ণ আন্দোলনে বিকেল ৫টায় নর্থ সাউথের সব গেটের সামনে অবস্থান নিয়ে প্রবেশপথগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের গেট অবরুদ্ধ করার সময় নিরাপত্তা কর্মীরা বাধা দেয় একজন নিরাপত্তাকর্মী নারী শিক্ষার্থীকে আঘাত করেন ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে উঠেন বর্তমানে তারা সব প্রবেশের গেট অবরুদ্ধ করে রেখেছেন পাশাপাশি সেই নিরাপত্তা কর্মীকে শনাক্ত করে ক্ষমা চাইতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন

আন্দোলনের নেতৃত্বদানকারী নর্থ সাউথের ছাত্র শাহরিয়ার বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে আমরা আর্থিক সঙ্কটের মধ্যে আছি কারণে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত সেমিস্টারে ২০ শতাংশ টিউশন ফি মওকুফ করে নর্থ সাউথ কর্তৃপক্ষ বর্তমানে করোনা পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করার আশঙ্কা তৈরি হলেও কোনও নোটিশ ছাড়াই সুবিধা বাতিল করে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতে একাধিকবার নানা মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও কোন সাড়া মেলেনি বর্তমানে আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি দাবি আদায়ে আমরা বিকেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সব গেট অবরুদ্ধ করে রেখেছি

কেএফ/এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলন থামবে না : ফখরুল
তরুণদের শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে : ফখরুল
বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত
বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন, যে সিদ্ধান্ত নিলো প্রশাসন
X
Fresh