• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা শুরু

আরটিভি নিউজ রিপোর্ট

  ০১ অক্টোবর ২০২০, ১২:৩৪
Start 'O' level and 'A' level Exam
ছবি - সংগৃহীত

ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা আজ ১ অক্টোবর থেকে শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের চার শর্ত মেনে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। প্রায় ৫ হাজার ২০০ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় যে চারটি শর্ত দিয়েছে সেগুলো হলো-

*স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

আরও পড়ুনঃ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা ভাবছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর ১৫ দিনের মধ্যেই শুরু হবে এইচএসসি পরীক্ষা

*সারাদেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন এক হাজার ৮০০ পরীক্ষার্থীর বেশি পরীক্ষায় বসতে পারবে না। পরীক্ষার হলে প্রতি শিক্ষার্থীর মাঝে দূরত্ব থাকতে হবে ৬ ফুট।

*পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার জনস্বার্থে পরীক্ষা নেয়ার অনুমতি বাতিল করতে পারবে।

*পরীক্ষার সময় কোনও শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার দায়দায়িত্ব নিতে হবে ব্রিটিশ কাউন্সিলকেই।

এর আগে অক্টোবর-নভেম্বর সেশনের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষার কার্যক্রম স্থগিত চেয়ে গত ২৭ সেপ্টেম্বর এক শিক্ষার্থী রিট আবেদন করেন। তবে গতকাল বুধবার ওই রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন।

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh