• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে

আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৫
এইচএসসি
এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে

করোনার কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে ও কোন পদ্ধতিতে নেয়া হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আন্ত:শিক্ষাবোর্ড। তবে এ সংক্রান্ত একটি বৈঠক আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গেলো সোমবারের মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকের অনির্ধারিত আলোচনায় পরীক্ষার বিষয়টি উঠে এসেছে। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হবে না।

তিনি বলেন, শিক্ষা বোর্ডগুলো ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা করে বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের পরই শিক্ষা মন্ত্রণালয় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিতে বিষয়টি নিয়ে বৈঠক করার নির্দেশনা দিয়েছে।

গেলো ১ এপ্রিল থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। দেশজুড়ে প্রায় ১২ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়ার কথা। কিন্তু দেশে করোনার সংক্রমণ বাড়ায় গেলো ২২ মার্চ এ পরীক্ষা স্থগিত করা হয়।

এসজে/এম

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ
এইচএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা বোর্ড
জানা গেল এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ 
২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু যেদিন
X
Fresh