• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শর্ত ভঙ্গ করায় আল্লামা শফীর মাদরাসা বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৯
Madrasa Education Department
দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা

শর্ত ভঙ্গ করায় চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা বন্ধ ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, আরোপিত শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা করা হয়েছে।

মাদরাসাটির মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানিকে অপসারণসহ ৬ দফা দাবিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আদেশে আরও বলা হয়েছে, ২৪ আগস্ট কওমি মাদরাসাগুলোর কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা নেওয়ার জন্য কতিপয় শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়। কিন্তু আরোপিত শর্তগুলো যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় মাদরাসাটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

এমকে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক হিসেবে কওমি মাদরাসার শিক্ষার্থীদেরকে নিয়োগের দাবি
দেশে কওমি মাদরাসা থাকা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
X
Fresh