• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনলাইন চিত্র প্রদর্শনী 'কোভিড ডায়েরিজ'

আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২০, ২১:৩৮
online photo exhibition, 'Covid Diaries'
অনলাইন চিত্র প্রদর্শনী 'কোভিড ডায়েরিজ'

মহামারী করোনা যেমন সারা পৃথিবীকে স্তব্ধ করে রেখেছে, তেমনি সবচেয়ে কোণঠাসা করে রেখেছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা কীভাবে করোনাকাল পার করছে সেটি তুলে ধরতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীদের তোলা ছবি ও আর্ট ওয়ার্ক নিয়ে ব্যতিক্রমী ‘অনলাইন আলোকচিত্র প্রদর্শনী’ আয়োজন করেছে বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’।

২১ আগস্টের প্রথম প্রহরে অনলাইন আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয়।

প্রদর্শনী চলবে ২৭ আগস্ট পর্যন্ত । https://artspaces.kunstmatrix.com/en/exhibition/2142041/covid-diaries এই ঠিকানা থেকে যেকেউ বিনামূল্যে প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।

এর আগে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে ছবি ও আর্ট ওয়ার্ক আহ্বান করা হয়। তাদের তোলা ও আঁকা শতাধিক ছবি থেকে বাছাইকৃত ৩০ টি ছবি ও একটি ফটোস্টোরি প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয় ।
জিএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জেসিআই’র আয়োজনে ‘তরুণ মনটারও জয় হোক’
X
Fresh