• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

উদ্ধার হলো বশেমুরবিপ্রবির চুরি হওয়া ৩৪টি কম্পিউটার

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২০, ০৮:২১
Bangabandhu Sheikh Mujibur Rahman University of Science and Technology.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে চুরি হওয়া ৪৯ টি কম্পিউটার উদ্ধার করা হয়েছে ঢাকায়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে মহাখালীর একটি হোটেল থেকে কম্পিউটারগুলো উদ্ধার করা হয়েছে। বনানী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। হোটেলের দারোয়ানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এ ঘটনায় দারোয়ান জড়িত কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কম্পিউটারগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯ টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়াকে প্রধান করে গঠিত ওই কমিটির অন্য সদস্যরা হলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস এম এস্কান্দার আলী, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. নাছিরুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. নূরউদ্দিন আহমেদ (সদস্য সচিব)।

তদন্ত কমিটি চুরির ঘটনার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রহরীদের অনুমোদিত ছুটি কাটানোর বিষয়টি নিয়েও কাজ করতে বলা হয়েছে। উক্ত ঘটনায় ১৯ প্রহরীকে কারণ দর্শানোর নোটিশ দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোপালগঞ্জ থানায় চুরির ঘটনায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জিএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
X
Fresh