• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা নিয়ে অমিয় সরকার মিথের কবিতা

কোভিড-নাইনটিন

শিল্প সাহিত্য ডেস্ক

  ৩১ মার্চ ২০২০, ১৩:৫৬
মিথ কোভিড করোনা
ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে মরণব্যাধি করুণা ছড়ালো

নিয়ে নানা গুজব বাতাসে ভাসলো।

ভাইরাসে ইউরোপ-আমেরিকা হচ্ছে নিঃস্ব

রেহাই পাচ্ছে না যে বাকি বিশ্ব।

ঝড়ের বেগে এলো প্রবাসী- বিদেশফেরত

সোনার বাংলা দিচ্ছে আজ তার খেসারত।

রোগীর সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে

চীন ছাড়া পর্যন্ত কেউ কি রুখতে পারে।

পরিস্থিতির চাপে সেনা নামলো তাড়াতাড়ি

তাই দেখতে হচ্ছে ভিড় লোকের ছড়াছড়ি।

পণ্যে পণ্যে হচ্ছে অনেকের ঘর ঠাসা

এজন্যই বাড়ছে দাম হরহামেশা।

বিশ্বজুড়ে ডাক্তারগণ সেবা দিয়ে হন্য

বাংলাদেশ অপর্যাপ্ত কিট-পিপিই' জন্য।

কঠিন এই সময় হাত ধোয়া চাই

এছাড়া বাঁচার যে কোনও উপায় নাই।

বের হবো না কোথাও থাকবো শুধু ঘরে

আবার সবার দেখা হবে করোনার পরে।

পর্যন্ত নাই ওষুধ নাই কোনও ভ্যাকসিন

প্রার্থনা শুধু দূর হোককোভিড নাইনটিন

( কবি অমিয় সরকার মিথ কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র)

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৪ জনের করোনা শনাক্ত
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh