• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশের প্রথম বঙ্গবন্ধুর রঙিন রিলিফ ভাস্কর্য উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

  ১৬ মার্চ ২০২০, ১০:১১
বঙ্গবন্ধু ভাস্কর্য উদ্বোধন
রোববার বিকেলে জেলা পরিষদের উদ্যোগে নির্মিত রিলিফ ভাস্কর্যটি উদ্বোধন করা হয়, ছবি: আরটিভি অনলাইন 

নড়াইলে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রঙিন রিলিফ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। গতকাল (১৫ মার্চ) রোববার বিকেলে জেলা পরিষদের উদ্যোগে নির্মিত রিলিফ ভাস্কর্যটি উদ্বোধন করা হয়।

জেলা পরিষদ চত্বরে দেশের প্রথম ফাইবার গ্লাসে নির্মিত ৮ ফিট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের দৃষ্টিনন্দন এ রিলিফ ভাস্কর্যটি নির্মাণ করেছেন এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের ভাস্কর্যের প্রভাষক রিপন সিকদার।

এতে রংতুলির বর্ণিল আঁচড়ে বঙ্গবন্ধুর স্বভাবসুলভ গাম্ভীর্যের অপার সুষমা দিয়েছেন একই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি কুমার বৈরাগী।

জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন শিকদারসহ বিশিষ্টজনেরা ভাস্কর্যটি উদ্বোধন করেন।

সে সময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পি

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
‘বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস’
‘দেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে’ 
শো-রুম উদ্বোধনে ফেনীতে তামিম
X
Fresh