• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মেলায় নীলোৎপল দাসের ‘অচেনা পাহাড় ও অরণ্যে’

শিল্প সাহিত্য ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২১
বই ভ্রমণ নিলোৎফল
ছবি: সংগৃহীত

প্রকাশিত হলো নীলোৎপল দাসের ভ্রমণ কাহিনী বিষয়ক বই ‘অচেনা পাহাড় ও অরণ্যে’।

ভ্রমণ কাহিনীটির মূল ঘটনা রাঙামাটির বিলাইছড়ি উপজেলা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে ভারত মিয়ানমার সীমান্তে ফারুয়া নামক একটি স্থানে, একটি স্কুল পরিদর্শনে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। ফারুয়া এমন একটি জায়গা যেখানে এখনও আধুনিক সভ্যতার আলো ঠিকমতো পৌঁছায়নি।

যেখানে কোনও বাঙালি বসতি নেই বললেই চলে এবং অঞ্চলটি আদিবাসী তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী প্রধান। বইটির সম্পর্কে বাংলাদেশের বিশিষ্ট প্রাবন্ধিক, মার্কসীয় চিন্তক অধ্যাপক যতীন সরকার লিখেছেন, ‘নীলোৎপল দাসের ‘অচেনা পাহাড় ও অরণ্যে’ বইটি অন্যান্য বই থেকে সম্পূর্ণরূপে ভিন্ন।

ভ্রমণ কাহিনী বলতে যা বুঝায় সাধারণভাবে এই বইটি সে পর্যায়ে পড়ে না। যে জায়গায় তিনি গিয়েছিলেন সেই জায়গায় সচরাচর কেউ যায় না। কিন্তু নীলোৎপল সে জায়গায় গিয়েছিলেন এবং যে বর্ণনা দিয়েছেন তা পাঠককে ওই জায়গায় যেতে বা নতুন করে ভাবতে অনুপ্রেরণা দিবে।’

বইটি প্রকাশ করেছে ‘বিভাস’ প্রকাশনী। যা অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকে পাওয়া যাচ্ছে প্রকাশনীটির ৩৮২-৩৮৩ নম্বর স্টলে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা রুমির মৃত্যুতে ফেসবুক যেন শোক বই
এ বছর খাদ্যশস্য উৎপাদন খুবই ভালো : নাছিম
তীব্র তাপপ্রবাহ বইছে চার জেলায়, বাড়বে অস্বস্তি
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
X
Fresh