• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বইমেলায় রাহাতুল রাফির ‘জোনাকির গান’

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৬
বইমেলা

চলছে প্রাণের বইমেলা। মেলায় প্রতিবারের মতো এবারও অনেক নতুন বই পাঠকদের প্রশংসা কুড়াতে শুরু করেছে। রাহাতুল রাফির ‘জোনাকির গান’ তেমনই একটি।

মেলার শুরু থেকেই অন্বয় প্রকাশনীতে (স্টল নম্বর-৬১০) বইটি পাওয়া যাচ্ছে।

‘জোনাকির গান’ ঘিরে পাঠকদের আগ্রহও বেশ। আর তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন বইয়ের লেখক রাহাতুল রাফি।

তিনি বলেন, আমার জীবনের প্রথম বই এটি। বিশ্বাস ছিল যে- পাঠকরা বইটি পছন্দ করবে। কিন্তু সবার মাঝে এতোটা সাড়া ফেলবে তা ভাবিনি। আমার জন্য এটি একেবারেই ভিন্নরকম অভিজ্ঞতা। খুবই ভালো লাগছে।

তিনি আরও বলেন, জোনাকির গান বইয়ে সবমিলিয়ে ১১টি গল্প আছে। এগুলো আমাদের যাপিত জীবনেরই গল্প। ফলে পাঠকরা এগুলোর সঙ্গে মিশে যেতে পারছেন। এজন্যই হয়তো সাড়াটা বেশি পাচ্ছি।

সামনে আরও কোনো বই আসবে কি না জিজ্ঞেস করা হলে রাহাতুল রাফি বলেন, আমি পেশায় ব্যাংকার। কিন্তু লেখালেখি আমার নেশা। এবার পাঠকরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি মুগ্ধ। সামনে আরও বই প্রকাশের ইচ্ছা আছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
X
Fresh