• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বইমেলায় হানিফ রাশেদীনের কাব্যগ্রন্থ ‘শেকলের নূপুর’

শিল্প সাহিত্য ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:২১
কাব্যগ্রন্থ নূপুর রাশেদীন
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর প্রকাশিত হল হানিফ রাশেদীনের দ্বিতীয় কাব্যগ্রন্থশেকলের নূপুর

একুশে গ্রন্থমেলা ২০২০- প্রতিকথা থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন কামরুজ্জোহা

এর আগে ২০১২ সালে প্রকাশিত হয়েছিলনিকাশের দায় রেখে সূচিপত্র প্রকাশনী থেকে

হানিফ রাশেদীন এই সময়ের কবি তিনি কবিতা চর্চায় নিয়োজিত আছেন এক দশকেরও অধিক সময় ধরে দ্রোহ প্রেমকে একীভূত করার একটি প্রয়াস লক্ষণীয় হানিফ রাশেদীনের কবিতায় তার কবিতার সমস্ত পরিসর জুড়ে ছড়িয়ে আছে দেশ মানুষ আর মুক্ত হতে চাওয়ার এক সুনিপুণ বাসনাবইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিকথা স্টলে

জেবি

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান হাবীবের কাব্যগ্রন্থ ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’
ইথার আখতারুজ্জামানের কাব্যগ্রন্থ ‘মিথের মতো মিথ্যে’
কবি ঋজু রেজওয়ানের কাব্যগ্রন্থ ‘জ্যা~মন নাচমিতি এবং জলপ্রহর’ 
বইমেলায় আসছে জাহারা মিতুর দ্বিতীয় কাব্যগ্রন্থ 
X
Fresh