• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পৃথিবীটাই একটা দেশ

মো. শাহান শাহ্

  ৩১ ডিসেম্বর ২০১৯, ১৩:২৭
মানবসন্তান শাহান শাহ দেশ
ফাইল ছবি

আমরা সবাই মানবজাতি এক স্রষ্টার সৃষ্টি,

এক মালিকের ফসল খাই, একই রোদ-বৃষ্টি।

গরিব-ধনী সবারই রক্ত যে ভাই লাল,

তাহলে কেন দ্বন্দ্বটা থাকবে চিরকাল।

সাদা-কালোর বৈষম্যটা কেন করিস ভাই,

স্রষ্টার গড়া সৃষ্টিতে কোনও ভুল নাই।

এদেশ আমার ঐ দেশ তোমার না ভাবিয়া

আমরা নেব ধরণীকে আপন করিয়া।

মত্ত লোকে করব আমরা স্বর্গের বসবাস,

প্রজন্মের জন্য রেখে যাব শান্তি-সুখের আবাস।

ধর্ম নিয়ে বাড়াবাড়ির হউক অবসান,

আর নয় কোনও ভেদাভেদ হিন্দু-মুসলমান।

আটটি গ্রহের একটি হলো এই ধরণী,

যেখানে কোনও বিভাজন স্রষ্টা করেননি।

বিশ্বজোড়া দেশ আমার এক মানবজাতি,

আমরা এবার গড়ে তুলব বিশ্ব সম্প্রীতি।

এই পৃথিবীর আলো-বাতাসে বেড়ে উঠেছি আমরা,

ভিন্ন কোনও দেশ নেই এই পৃথিবী ছাড়া।

চাই না আর সীমান্তে কাঁটাতারের বেড়া,

বিশ্বভুবন দেখব আমি ভিসা-পাসপোর্ট ছাড়া।

আজ হোক সকলের একটিই স্লোগান,

পৃথিবীটাই একটা দেশ একই মানবসন্তান।

কবি: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

জেবি

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
নোয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
X
Fresh