• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পশ্চিমবঙ্গে বাংলাদেশের বই পৌছে দেবে ‘বইমেলা ডট কম’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুলাই ২০১৯, ১৫:৪৪
বইমেলা
বইমেলা ডট কম

যাত্রা শুরু করেছে বইমেলা ডট কম (boimelaa.com)। অনলাইনভিত্তিক বুকশপ হিসেবে কাজ করছে এই ই-কমার্স সাইটটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সবচেয়ে কম খরচে সর্বোচ্চ গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে পথচলা শুরু করেছে এই সাইটটি।

বর্তমানে বাংলাদেশের সর্বত্র কার্যক্রম চললেও পরীক্ষামূলকভাবে পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে বই পৌছানোর কাজ।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা ও নির্বাহী কানিজ ফাতিমা আরটিভি অনলাইনকে জানান, প্রকাশনা প্রতিষ্ঠান ও লেখকদের বই পাঠকরা যাতে ঘরে বসেই দ্রুত পেতে পারেন, সে জন্যেই বইমেলা ডট কম।

পাঠকরা এখানে অর্ডার করতে পারবেন ২৫ শতাংশ ছাড়ে। পশ্চিমবঙ্গের পাঠকরাও বইও পাবেন সর্বনিম্ন খরচে। অর্ডার করার নির্ধারিত সময়ের মধ্যেই বই পৌঁছে যাবে গ্রাহকের দোরগোড়ায়।

তিনি আরও জানান, দীর্ঘ প্রায় একবছর ধরে কাজ করছি এই ই-কমার্স সাইটটি নিয়ে। পাঠকদের নির্বিঘ্ন বই পৌঁছে দেয়ায় আমাদের প্রধান লক্ষ্য।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
X
Fresh