• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

মায়াবী হাতছানি

আফিফ জাহাঙ্গীর আলি

  ০৮ জুন ২০১৯, ২২:২৩

মায়াবী হাতছানি

না জেনে একটি উদ্ভিন্ন তরূ ভালোবেসে

পরম মমতা আর দরদ মাখিয়ে

পরিচর্যা করে মায়া জন্মেছিল অনাবিল,

অতঃ পর সব মিছে করে

ফুটলো যে, হতাশ করা বেদনার ফুল-তার নাম ধুতরা,

ফোটা ফুল তার স্থায়িত্বকাল জুড়ে

উন্মাদ করতে মায়াবী হাতছানিতে ব্যাকুল।

আর আমি চেনা ফুল এড়িয়ে গাছের গোড়ার বদলে

অগোচরে নিজের মায়ায় পানি ঢালি দিনে-রাতে।

হারানো অলংকার

সোনাবৌ ময়না-তোমার হারিয়ে যাওয়া গয়না

খুঁজতে খুঁজতে বৃথা গেল দিনের পর দিন-

পরে সন্ধান দিয়েছে আম্রমুকুলের মোহিত করা মৌ মৌ গন্ধ

বসন্তের মাতাল সমীরণে উতলা প্রকৃতিই নিয়ে এসেছে হারানো অলংকার।

দ্যাখো বাড়ির দখিনা আঙ্গিনায় ডাল-পালা ছড়িয়ে

ছাতার মত মেলে ছায়াঘেরা আম গাছটার-ডালে ডালে ডগায় ডগায়

স্বার্ণালি মুকুলে কত অজস্র মূল্যবান হার, নাকছাবি, কর্ণাভরণ?

পরে নাও হারানো অলংকার-তোমার নিরলংকার চিকনসরু নাকে,

জলপদ্ম জোড়া কানে আর মসৃণ লম্বা গলায়।

পারিবারিক সঞ্চয়- হারিয়ে যাওয়া অলংকার

সুটকেস-ট্রাংকে যত্ন করে তুলে রেখো- আর যেন না হারায়।

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
X
Fresh