• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ক্রিকেট নিয়ে বই মেলায় 'বিহাইন্ড দ্যা ক্রিকেট'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩২

বই মেলা মানে বই পড়ুয়াদের মাঝে অন্যরকম উন্মাদনা। প্রতিবছর একুশে বইমেলায় আসে কতশত লেখকের কতো রকম বই। তার মাঝেও ক্রীড়া সমর্থকেরা মেলায় খুঁজে বেড়ান খেলাধুলা নিয়ে কি বই এসেছে। বর্তমান সময়ে খেলাধুলা বিষয়ক বই নিয়ে আগ্রহ বেড়েছে ক্রীড়া প্রেমীদের মাঝে।

এ নিয়ে মেলায় অনেক বইও আসছে গত কয়েক বছর ধরে। এবারের বই মেলায়ও এসেছে ক্রীড়া বিষয়ক অনেক বই।

তেমনটা এবার এসেছে মুন্সী রিয়াজুল ইসলামের লেখা ক্রিকেটের জানা-অজানা সব তথ্য, পরিসংখ্যান, ট্রাজেডি, মজার মজার তথ্য এবং কাকতালীয় ঘটনার সংমিশ্রণে সাজানো 'বিহাইন্ড দ্যা ক্রিকেট'।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ মাশরাফী বিন মোর্ত্তজা 'ম্যাশবুক' এর ব্যানারে বইটি প্রকাশ করেছে বর্ষা-দুপুর প্রকাশনী। যে কারণে বইটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে।