• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

এ এ এম জাকারিয়া মিলনের কবিতা

পথ চলেছি একা

  ৩১ জানুয়ারি ২০১৯, ১৬:৪৮

(এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া মিলনের বই ‘পথ চলেছি একা’। অন্বেষা প্রকাশনা কর্তৃক প্রকাশিত হয়েছে বইটি।)

মূল বিষয়বস্তুঃ

জগৎটা আসলে একটা নাগরদোলা।

নাগরদোলা ঘূর্ণায়মান। মানুষ আজ উপরে

তো কাল নিচে। এখানে আমাদের কোনো

হাত নেই। নিয়তির হাতে বন্দি আমরা।

কেতুর নাচের মতো আমরা নাচছি। পর্দার

অন্তরালে থেকে কেতুনাচের পরিচালনাকারী

সব কিছু ঘটাচ্ছেন, তার ইচ্ছেয় সব ঘটছে,

কিন্তু দৃশ্যমান হচ্ছে মঞ্চের কেতুগুলো।

জেবি

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গান, কবিতায় শিশু একাডেমিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন 
৯৯৯ এ ফোন পেয়ে নাগরদোলায় আটকে থাকা ১০ শিশু উদ্ধার
১১১টি কবিতা নিয়ে ননীগোপালের ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’ বইমেলায়
কবি বঙ্গ রাখালের দুটি কবিতার বই ‘কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়’ ও ‘জন্মান্ধ ঘোড়া’ 
X
Fresh