• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অংশুমান ভৌমিকের ‘বঙ্গনাট্যের সন্ধানে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০১৮, ১৭:২৭
ছবি: সংগৃহীত

অংশুমান ভৌমিক দীর্ঘদিন ধরেই কলকাতায় বসবাস করছেন। থিয়েটার নিয়ে লেখালেখি, গবেষণার সঙ্গে যুক্ত আছেন। বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় থিযেটার বিষয়ক তার লেখা প্রকাশ হয়েছে।

দুই বাংলায় নাট্যতাত্ত্বিক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন। এই নাট্যতাত্ত্বিক এবার বাংলাদেশ থেকে প্রকাশ করছেন থিয়েটার বিষয়ক নতুন বই ‘বঙ্গনাট্যের সন্ধানে’। বইটি প্রকাশ করেছে বেঙ্গল পাবলিকেশন্স।

অংশুমান ভৌমিকের লেখা ‘বঙ্গনাট্যের সন্ধানে’ বইয়ের প্রকাশনা উপলক্ষে আগামী ২৫ শে মে, শুক্রবার বিকালে বেঙ্গল বই প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : আসামের ভাষা শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠান
--------------------------------------------------------

‘সাম্প্রতিক বইয়ে দৃষ্টিপাত আলাপে বিস্তারে’ শিরোনামে এই অনুষ্ঠানে লেখক অংশগ্রহণ করবেন। এছাড়া নাট্যজন রামেন্দু মজুমদার ও নাট্য সমালোচক আবদুস সেলিম উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। এদিন বিকাল ৪ টায় অনুষ্ঠান শুরু হবে। স্থান - বেঙ্গল বই, ১/৩ ব্লক ডি লালমাটিয়া।

লেখক অংশুমান ভৌমিক জানান, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নাট্যচর্চার ধারা ও প্রবণতা সম্পর্কে নবীন দৃষ্টিভঙ্গিতে বইটিতে আলোকপাত করা হয়েছে। এ অঞ্চলের নাট্যচর্চা বিষয়ে যাদের আগ্রহ রয়েছে তাদের সহায়ক হবে এই বইটি।

পিআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
X
Fresh