• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আসামের ভাষা শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠান

পাভেল রহমান

  ২০ মে ২০১৮, ২০:২৬
ছবি: সংগৃহীত

১৯৬১ সালে আসামের শিলচরের মানুষ মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সংগ্রাম শুরু করে। ওই বছরের ১৯ মে বরাক উপত্যকায় ১১ জন তরুণ বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল।

১৯৫২ সালে বাংলাদেশের (তৎকালীন পূর্ব বাংলা) মানুষের ভাষা আন্দোলনের মাত্র ৯ বছর পর আসামের বাঙালি জনগোষ্ঠী অসমীয়া ভাষার পাশাপাশি বাংলার সরকারি স্বীকৃতি দাবি করে ভাষা আন্দোলন শুরু করে।

দীর্ঘ সংগ্রাম আর রক্তক্ষয়ী লড়াইয়ের পর ১৯৭২ সালে বাংলা ভাষা আসামের অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়। গতকাল ১৯ মে আসামের ভাষা শহীদ দিবস স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় কথা-কবিতার মাধ্যমে আয়োজন করা হয় শ্রদ্ধানুষ্ঠান।

নাঈমা জান্নাতের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘দি ব্যাটল অব ব্রিকলেন’ বাঙালির আরও একটি যুদ্ধ জয়ের গল্প
--------------------------------------------------------

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে ১৯ মে নিয়ে বক্তব্য উপস্থাপন করেন ত্রিপুরার ধর্মনগর থেকে আসা লেখক-সাংবাদিক জ্যোতির্ময় রায়। একক আবৃত্তি পরিবেশন করেন ত্রিপুরার আবৃত্তিশিল্পী নীলোৎপল গোস্বামী ও নির্ঝর পাল।

তিতাস আবৃত্তি সংগঠনের কর্মীরা একুশ-উনিশের ৪টি কবিতার বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন।

আরও পড়ুন :

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
X
Fresh