Mir cement
logo
  • ঢাকা রোববার, ২০ জুন ২০২১, ৬ আষাঢ় ১৪২৮

প্রেম আজন্মের পাপ

প্রেম আজন্মের পাপ
লেখক- মো. গোলাম মোস্তফা (দুঃখু)

প্রেম আজন্মের পাপ

শুধু আমার জন্যে।

বারংবার বলেছি তোমায়,

ভালোবাসি শেষ অশ্রু বিন্দু দিয়ে।

বুঝলে না নির্দ্বিধায়!

.

প্রতিজ্ঞার প্রহর কাটে

গহীন হৃদয় তটে।

প্রেম স্রোতের ডিঙার টানে

ছুটে গেছি তোমার পানে।

.

হয়তবা হৃদয় কর্ণকুহরে

ভেসে ওঠা তোমার ছবি।

বার বার হৃদয়ে দোদুল্যমান,

তাই ধরে রাখতে পারিনা নিজেকে!

কিন্তু তুমি, নিষ্ঠুরতার শেষ প্রান্তে।

.

ফলে যা হবার তাই হলো

গহীন বনে হৃদয় সাগরে

অভিমান রক্ত ঝরে।

তুমি হয়ে গেলে চাঁদ

আর আমি, আমাবস্যার রাত।

লেখক : সংবাদকর্মী

RTV Drama
RTVPLUS