• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রকাশিত হয়েছে তাজবীর সজীবের গ্রন্থ ‘ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং’

আরটিভি নিউজ

  ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১১
ফাইল ছবি

বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাজবীর সজীবের গ্রন্থ‘ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং’। “ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং” গ্রন্থটি লেখক তার দীর্ঘ পেশাদার অভিজ্ঞতা এবং তাত্ত্বিক জ্ঞানের ভিত্তিতে রচনা করেছেন বলে প্রকাশক সুত্রে জানা যায়।

লেখক তাজবীর সজীব বলেন,‘ডিজিটাল মার্কেটিং-এর অংশ হিসেবে এসইও এর বিস্তারিত, এসইএম, ইমেইল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং,ই-কমার্স মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিংসহ কিভাবে সব ধরনের ডিজিটাল প্লাটফর্মকে ব্যাবহার করে সফলতার স্বর্ণশিখরে আরোহণ করা যায়, সে সংক্রান্ত ইতিবাচক পদ্ধতিগুলোর খুঁটিনাটি আলোচনা করা হয়েছে বইটিতে। এবং শেষ অধ্যায়ে পাঠকের সুবিধার্থে ১০০টিরও অধিক ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টুলস উল্লেখ করা হয়েছে যেগুলো অনুশীলন করে আগ্রহী পাঠক সহজেই ডিজিটাল মার্কেটিং-এ এক্সপার্ট হয়ে উঠতে সক্ষম হবেন’।

গ্রন্থটির প্রকাশক মোরশেদআলমহৃদয় বলেন, ‘ডিজিটাল মার্কেটিং নিয়ে চাকুরী বাফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চাইলে অথবা ই-কমার্সে নিজের ব্যাবসা-বাণিজ্য পরিচালনায় ডিজিটাল মার্কেটিং বিষয়ে দক্ষ হয়ে ওঠা সময়ের দাবি।অন্তত বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে ডিজিটাল মার্কেটিং শিখুন। কারণ এ সেক্টরে প্রচুর সুযোগ হাতছানি দিচ্ছে। দক্ষ হোন, এগিয়ে যান সাফল্যের পথে। আর এ সেক্টরে দক্ষতা বৃদ্ধিকল্পে এটি বাজারের অন্যতম সেরা বই, ব্যাক্তিগতভাবে এমনটাই উপলব্ধি আমার’।

‘ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং’ এর লেখক তাজবীর সজীব বর্তমানে odhikar.newsএবং দৈনিক অধিকারের সম্পাদক এবং প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বরত আছেন। ২০১১ সাল থেকে তিনি কাজ করে যাচ্ছেন অনলাইন নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানে। কয়েকটি অনলাইন পোর্টাল, বেশ কয়েকটি ই-কমার্স সাইটের সাথে সরাসরি সম্পৃক্ততা তাকে তখন থেকেই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আগ্রহী করে তুলেছে বলে জানা যায়। তবে ২০১৮ সাল থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে তার আগ্রহের মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে তার বর্তমান কর্মস্থল এমনটাই মনে করেন তিনি। তিনি বেশ কিছু ই-কমার্স উদ্যাগের ডিজিটাল মার্কেটিং এডভাইজার হিসেবেও কাজ করছেন।

এই গ্রন্থটি লেখার আগে লেখক বিগত বছরগুলোর বাস্তবিক অভিজ্ঞতার পাশাপাশি, কয়েকটি ব্যাবহারিক প্রফেশনাল কোর্স,আন্তর্জাতিক স্বনামধন্য কয়েকটি প্রতিষ্ঠান থেকে অনলাইনে কোর্স, গুগল গ্যারেজ থেকে তিনি ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেট কোর্স, ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইবিএ থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর সার্টিফিকেট কোর্স সফলতার সাথে সম্পন্ন করে নিজেকে আরও ঋদ্ধ করেছেন। একই সাথে তিনি এখন গুগল সার্টিফাইড। বিভিন্ন অঙ্গনে অবদান রাখায় বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষে বিভিন্ন মন্ত্রীদের হাত থেকে ৮টি সন্মাননা স্মারক তার ঝুলিতে জমা করেছেন তিনি। ২০১৩ সাল থেকে তিনি সোনারগাঁও ইউনিভার্সিটি এবং এনআইএফটিতে খন্ডকালীন শিক্ষকতাও করছেন বলে জানা যায়।

এর আগে বিগত বছরগুলোতে লেখকের ‘বাউন্ডুলে কাব্য’, প্রাণভোমরা, অধিকার, গণমাধ্যমের গন্তব্য গ্রন্থগুলো প্রকাশিত হয়েছে। এ বছরের বইমেলা উপলক্ষ্যে জানুয়ারিতে কিংবদন্তী প্রকাশনী থেকে এসেছে লেখকের গল্পগ্রন্থ “শিরোনামে তুমি”। তাজবীর সজীবের ‘ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং’ গ্রন্থটি রকমারি ডট কম ছাড়াও অন্যান্য অনলাইন বুকশপগুলোতে পাওয়া যাচ্ছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
X
Fresh