• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গোলাম শফিকের কবিতা ‘মুখোশ দীর্ঘজীবী হোক’ ও ‘বেদনা শিকারি’

আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫০
Long live the mask!
মুখোশ

মনুষ্যজাতির এখন একটাই শ্লোগান,
মুখোশ দীর্ঘজীবী হোক!
মিডিয়ার লোকেরা সেয়ানা কুমিরের মতো
রে রে তেড়ে আসে নিয়ে লেন্সওয়ালা হাইড্রোজেন বোমা।
দুর্নীতির সাথে যার হয়েছিল বাসর
প্রতারণার কপালে যে দিয়েছিল সিঁদুরের ফোঁটা
একটা মুখোশ পরে সে এখন নিরাপদ (দিয়াশলাই)।
পাতালপুরীর রাজকন্যা দেখাতে যে গড়েছিল হাসপাতাল
বিশাল বপুতে এক টুকরো মুখোশ পরে
সে এখন হাঁফ ছেড়ে বাঁচে।
ইন্টারোগেটর কি করোনা দেবীর ভয়ে
মুখোশ পরিয়েই জেরা করেন তাদের?
ইয়াবা-সুন্দরীগণ, চিকিৎসক-বান্দরীগণ
মুখোশ পরে আড়াল করে তাদের জেল্লাদার মুখ
জপমালা নিয়ে তারা এখন অহর্নিশ জপে:
মুখোশ জেন্দাবাদ, দীর্ঘজীবী হোক!
মার্ মার্ কাটকাট, যারা হয়েছিল সম্রাট
নকল মাস্কের জননী ও অন্যসব মুখোশি
তাদের কারণেই একদিন মুখোশের মিউজিয়াম হবে।
মুখোশের বহুমুখীকরণ
শস্য বহুমুখীকরণের মতোই এক উপাদেয় সম্ভাবনা
ঊর্ধ্বমুখোশ, নিম্নমুখোশ, মধ্যমুখোশ
ঊর্ধ্ব আর নিম্নে দেখেছি কতোই অদল-বদল।
ধরা পড়লে নকল
কেএন নাইনটি ফাইভ হয়ে যায়
‘কলিমুদ্দিন নাফরমান’ প্রাইভেট কোম্পানি লিঃ
ইহা চীন দেশের নয় হুজুর, এই বঙ্গালয়ের।
চারদিকে আজ মুখোশের আড়ত
এখন তোমার মুখোশ দেখে ভেটকি দেয় না আমার মুখোশ
এখন আমার মুখোশ দেখে কাইন্দে ওঠে তোমার মুখোশ
কই যাই ভাইজান-বুবুজান, আমাদের নাই কারো মুখ।
কলিযুগ-শেষযুগ যা-ই বলি তারে
অপরাধ-আক্রোশ উভয়েই সীমা লঙ্ঘন করে
শেষ বিদায়ের পরও নিপীড়িত জনতার ঘৃণা থেকে যায়
নব্য এ ধ্রুপদী যুগে বড়ো ভয়ে আছি
অন্তিম-যাত্রায় না জানি কবে মুখোশের হয় প্রয়োজন।

(১৪ সেপ্টেম্বর ২০২০)

বেদনা শিকারি

গোড়াতেই করেছিলাম ভুল
বিষয় কিংবা অ্যালিগরি, অনুপ্রাস, অ্যালিউশন
শিকারির মতো ধরতে যে জাল বুনেছিলাম
সেসবের ছেদা ছিল বড়ো
আমরা গেরামের মানুষেরা বলি 'ফাই'।
আমার বুনন কারেন্টের জাল না হয়ে
হয়ে গেল বড়ো ফাইয়ের হা করা ফাঁদ।
এখন এইখানে কমেডি ধরা পড়ে না
সুখ আনন্দ, মানবের অন্তর্গত উচ্ছ্বাস
সহজেই ফাঁক গলিয়ে বের হয়ে যায়।
দুঃখের শরীর বড়ো, তাই ধরা পড়ে কাবু
হাহাকার কেবলই দীঘল নয়, পাশেও যে বাড়ে
আর বেদনারা এতো বোকা, একই বিন্দুতে গুমড়ে কেঁদে মরে
এলিজি আর ট্রাজেডি নিজেরাই আগুইচ্ছে দাঁড়ায়।
কী করে বোঝাই দশা, মেটাফোর খুঁজে তো না পাই
জন্মই কি আমার আজন্ম ভুল?
সে-ই ছিল ভালো, আমার যদি জন্ম হতো গ্রিক পুরাণের কালে।
_____________
আগুইচ্ছে : প্রতিবন্ধকতা তৈরি করা, ঘেরাও দেয়া (কিশোরগঞ্জ)
(৬ সেপ্টেম্বর ২০২০)

পি

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’
বাজারের শুভ উদ্যোগগুলো আরও দীর্ঘ হোক
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জেসিআই’র আয়োজনে ‘তরুণ মনটারও জয় হোক’
‘আমি চাই দেশে সৎ ও উন্নত মানের ডাক্তার তৈরি হোক’
X
Fresh