• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আগুনে দগ্ধ স্বামীর পর স্ত্রীও না ফেরার দেশে

আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২২, ১০:৪৬
After the husband was burnt in the fire, the wife also did not return to the country
ফাইল ছবি

রাজধানী ঢাকার বাড্ডায় রান্নাঘরের গ্যাসের আগুনে দগ্ধ এক পরিবারের চারজনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই পরিবারের স্বামী ও স্ত্রী দুজনের মৃত্যু হলো। তাদের দুই সন্তান এখনও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সোমবার (২৮ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৫ বছর বয়সী রেখা। তার শরীরের ৩০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।

রেখার স্বামী আবু সাঈদ (৩৮) গত বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। সেদিন সকালেই দগ্ধ হয়েছিল পরিবারটি। তাদের দুই সন্তানের মধ্যে ৯ বছর বয়সী সাফার শরীরের ১১ শতাংশ এবং সাত বছর বয়সী সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বাড্ডার সাতারকুলে তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় পরিবারটি থাকত। গত বুধবার সকালে ওই বাসায় অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছিলেন। চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া মোহাম্মদ সজীব বলেছিলেন, রান্নাঘরে কোনোভাবে গ্যাসের ‘লিকেজ’ হয়েছিল। সকালে চুলা ধরাতে গিয়ে আগুনের সূত্রপাত হয় বলে তাদের ধারণা।

মন্তব্য করুন

daraz
  • দুর্ঘটনা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার
বাড্ডায় কাঠের দোকানে আগুন
X
Fresh